- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৭
গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ►
জেন্ডার সমতা শক্তি নারী ও কন্যা শিশু মুক্ত উচ্চারন হোক পৃথীবির অবারিত সম্ভাবনার দ্বার উম্মোচন-এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা করেন উপ-পরিচালক ডা: প্রসনজিৎ মিশ্র, ডা: সেকেন্দার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবা খাতুন, উত্তম কুমারসহ অন্যরা। সভায় গাইবান্ধা জেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনা বিভাগের গুরুত্ব অনেক বেশি। তাই মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা নিয়মিত ফিল্ড ভিজিট করে পরিবার পরিকল্পনা সেবা মানুষের কাছে পৌছে দিন।